দেবশ্রী মুখার্জী : ভারতীয় সংবিধানে কোন একটি ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়নি।সরকারি ভাষা বিষয়ক সংসদীয় কমিটির ৩৭ তম বৈঠকে উক্ত কমিটির চেয়ারম্যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি ভাষাকে ইংরেজি ভাষার বিকল্প হিসেবে ব্যবহার করার কথা বলেছেন গত ৭ই এপ্রিল। অনেকের মতে, তার এই বক্তব্য থেকে এটা স্পষ্ট হয় যে, তিনি হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে মত পোষণ করছেন ফলে বাংলা ভাষা ও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রচলিত অন্যান্য ভাষাগুলি তার ঐতিহ্য হারাবে এমটাই মনে করছেন অনেকেই।
দেশ স্বাধীনতার আগে হোক বা পড়ে যেখানে বাঙালি জাতির অবমাননা হয়েছে সেখানে গর্জে উঠেছে প্রতিবাদী বাঙালি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করার মত প্রকাশের পর বাংলার বিভিন্ন জায়গায় গর্জে উঠেছে বাঙালির অধিকার রক্ষা ও জাত্যাভিমান গঠনের দল’ বঙ্গযোদ্ধা ‘ সংগঠন। এরই প্রতিবাদে বঙ্গ যোদ্ধারা মন্ত্রী অমিত শাহের উক্ত মন্তব্যের বিরোধিতা করে রাজ্যপালের কাছে স্মারকলিপি লিপি জমা দেয়।
রাজভবন অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গ যোদ্ধা সংগঠনের সভাপতি ডক্টর প্রবীর রায় মহাশয়, সংগঠনের সহ-সভাপতি অভিজিত দে এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা বঙ্গযোদ্ধা সংগঠনে সভাপতি সুজিত কর মহাশয়, কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য নারী সহযোদ্ধা শুভ্রা রূদ্র ,হুগলি জেলার বাংলা বাদী আন্দোলনের অতি পরিচিত মুখ স্বপন দাস মহাশয়, হুগলি জেলার সহযোদ্ধা সুশোভন, সহযোদ্ধা বীরেন্দ্র নাথ মুখোপাধ্যায় সহযোদ্ধা রঞ্জিত ও অন্যান্যরা।
আরো পড়ুন Brahmāstra: রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’র নতুন পোস্টার
Discussion about this post