দেবশ্রী মুখার্জী : মেট্রো পরিষেবায় বাংলা ভাষাকে গুরুত্বহীন করে রাখা, কামরায় হিন্দি গান, ভুল বাংলা বানানের প্রতিবাদে মেট্রো ভবনে স্মারকলিপি দিলো বাংলা পক্ষ। বুধবার,২২ মার্চ ২০২৩ তারিখে মেট্রো রেলে বাংলা ভাষায় পরিষেবা প্রদানের জন্য কলকাতার মেট্রো ভবনে নবনিযুক্ত জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডি-এর নিকট স্মারকলিপি প্রদান করলো বাংলা পক্ষ। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু হয়েছে কিন্তু রেলের কামরার ভিতরে ঘোষণা মধ্যবর্তী যে সঙ্গীত প্রচার করা হচ্ছে সেটি একমাত্র হিন্দিতে প্রচার করা হচ্ছে। এই সঙ্গীত বাংলায় প্রচার করতে হবে।
কামরার ভিতর পরবর্তী স্টেশনের নাম ঘোষণার ক্ষেত্রে সর্বশেষে বাংলায় স্টেশনের নাম ঘোষণা করা হচ্ছে। ফেলে বাঙালি যাত্রীরা পরবর্তী স্টেশনে নামার জন্য প্রস্তুত হতে কম সময় পাচ্ছেন। বাঙালি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশনের নাম প্রথমে বাংলায় ঘোষণা করতে হবে। মেট্রো রেলের স্টেশন এবং কামরার ভিতরে বাংলায় যে নির্দেশিকা বা তথ্য আছে সেগুলি বহুক্ষেত্রে ভুল বাংলা বানানে লেখা। এটি যেমন বাংলা ভাষার প্রতি উদাসীনতা প্রকাশ করে তেমনই দৃষ্টিকটূ। একই সঙ্গে এর ফলে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হয়। কর্তৃপক্ষকে অবিলম্বে সঠিক বাংলা বানানে সমস্ত তথ্য লিখতে হবে।
অনেকক্ষেত্রেই মেট্রো রেলের কাউন্টারে কর্মরত রেলকর্মী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আর পি এফ কর্মীরা বাংলা বলতে, বুঝতে পারেন না ফলে যাত্রীদের পরিষেবা পেতে অসুবিধা হয়। বাংলার রাজধানী কলকাতায় চলা মেট্রো রেলে বাংলা বলতে এবং বুঝতে পারে শুধুমাত্র এমন কর্মীদের নিয়োগ করতে হবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত নতুন মেট্রো রেল স্টেশনগুলিতে যে নির্দেশিকাগুলি লেখা আছে সেখানে বাংলা ভাষায় লেখা নির্দেশগুলি হিন্দি ভাষার অক্ষরের থেকে বেশ কিছুটা ছোট আকারের অক্ষরে লেখা। এটি অসুবিধাজনক এবং দৃষ্টিকটূ। এর দ্রুত পরিবর্তন করতে হবে।
মেট্রো রেলের স্মার্ট কার্ডগুলিতে সমস্ত তথ্য বাংলা ভাষায় প্রদান না করা হলে তা বেশিভাগ মানুষের কাছে সেগুলি বোধগম্য হয় না। এগুলিকে দ্রুত বদল করতে হবে। এই দাবিগুলি জানিয়ে বাংলা পক্ষ কলকাতা জেলার তরফে মেট্রো ভবনে স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন কলকাতা জেলার সদস্য পার্থ ভট্টাচার্য, সুরজিৎ সেনগুপ্ত প্রমুখ। উপস্থিত ছিলেন কলকাতা জেলার সহযোদ্ধারা। কর্তৃপক্ষের তরফে প্রতিটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post