অনল জানা, আসানসোল: পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চল বাংলার সবচেয়ে বড় শিল্পাঞ্চল। জামুড়িয়া- ইকরা- চিত্তরঞ্জন- পাণ্ডবেশ্বর- অণ্ডাল- দুর্গাপুর- রানীগঞ্জ- আসানসোল- পানাগড় শিল্পাঞ্চলে বাঙালির সব চাকরি ও কাজ দখল হয়ে গেছে। বিহার-ইউপি- ঝাড়খন্ড থেকে এসে কয়লাখনি-ফ্যাক্টরির কাজ ও চাকরি দখল করছে, বঞ্চিত হচ্ছে স্থানীয় বাঙালি তথা বাংলার ভূমিপুত্ররা। নিজের এলাকায় কাজ, চাকরি ও ব্যবসা থাকা সত্ত্বেও অন্য রাজ্যে কাজে যাচ্ছে শিল্পাঞ্চলের বাঙালি। নানা ফ্যাক্টরি বাঙালির আধারকার্ড ও সিভি দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তাই দখল হয়ে যাওয়া পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চলে বাঙালির চাকরি ও কাজের স্বার্থে আসানসোলে মহামিছিল হল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজার খানেক বাঙালি এই মহামিছিলে যোগ দেয়। মিছিলে ঘিরে আসানসোলের বাঙালির উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, বহিরাগতদের মুখ ছিল থমথমে।
মিছিলের নেতৃত্ব দিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য করবী রায়, সম্রাট কর এবং পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মিছিলে হাঁটলেন দক্ষিণ চব্বিশ পরগনার সম্পাদক প্রবাল চক্রবর্তী, পূর্ব বর্ধমানের সম্পাদক জুয়েল মল্লিক, বাঁকুড়ার জেলা সম্পাদক অচিন্ত্য নাথ, পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য তন্ময় গড়াই, শান্তনু ভাদুড়ি, সঞ্জয় কাঞ্জিলাল, বাপ্পাদিত্য চক্রবর্তী, রানা দেব, আকাশ পৈতণ্ডী প্রমুখ।
গর্গ চট্টোপাধ্যায় বলেন, “পৃথিবীর কোথাও এমন জায়গা আছে, যেখানে এত শিল্প ও খনি থাকার পরও ভূমিপুত্ররা বেকার থাকে? এমন জায়গা কোথাও নেই, কিন্তু বাংলায় আছে। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বিহার-ইউপি-ঝাড়খণ্ড থেকে এসে সব চাকরি- কাজ – ব্যবসা দখল করে নিচ্ছে। তাই, পুরো পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চলে আমাদের ছেলেমেয়েদের চাকরি ও কাজ চাই। লজ্জার কথা যে, শাসক থেকে বিরোধী সব দল বহিরাগত তোষণ করে।”
কৌশিক মাইতি বলেন, “ফ্যাক্টরির ধুলো- বালি – দূষণ খাওয়া, কয়লার ধস খাওয়া, প্রাচীরের বাইরে থেকে চিমনি দেখা- বাঙালির একমাত্র কাজ? বাঙালি ছেলেমেয়েরা ক্ষুধার্ত। আমরা এবার চাকরি-কাজ- ব্যবসা সব খাবো। কোম্পানী ও নানা ফ্যাক্টরি মালিকদের বলতে চাই- সাবধান হোন। বাঙালিকে চাকরি ও কাজ দিন।”
জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন, “এবার আমরা ফ্যাক্টরির গেটে গেটে ভূমিপুত্রদের সাথে নিয়ে আন্দোলন করবো। আমরা আর সহ্য করবো না। জনবিন্যাস বদলে আসানসোল- দুর্গাপুরকে বিহার বানানো হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা বাইরে কেন যাবে? কেন নিজের এলাকায় কাজ পাবে না? আগামী দুমাসের মধ্যে দুর্গাপুরে মহামিছিল করবে জেলা সংগঠন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post