24×7 news Bengal বাংলার গর্ব অ্যাওয়ার্ড ( Banglar Gorbo Award ) এই বছর নিয়ে তৃতীয় বছরে পদার্পন করছে। তৃতীয় বছরে বাংলার গর্ব অ্যাওয়ার্ডে ( Banglar Gorbo Award ) থাকছে বিশেষ কিছু চমক। যদিও 2020 ও 2021 এই দুই বছর করোনা পরিস্থিতির জন্য বাংলার গর্ব অ্যাওয়ার্ড ( Banglar Gorbo Award ) স্থগিত রাখা হয়েছিল। এই বছরে আবার করোনা পরিস্থিতি মাথায় রেখে কোভিডবিধি মেনেই আয়োজন করা হচ্ছে বাংলার গর্ব অ্যাওয়ার্ড ( Banglar Gorbo Award ) । গত 2019 সালের 23 শে জুন অনুষ্ঠিত হয়েছিল বাংলার গর্ব অ্যাওয়ার্ড ( Banglar Gorbo Award ) । ওই বছর বাংলার গর্ব অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ থেকে আরম্ভ করে অভিনেতা – অভিনেত্রীরা, সঙ্গীত শিল্পী, সমাজসেবী থেকে শুরু করে ফ্যাশন ডিজাইনার, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন পেশার সাথে যুক্ত বিশিষ্ট গুনীজনেরা।
এবারের বাংলার গর্ব অ্যাওয়ার্ডে থাকছে বিশেষ কিছু চমক। এবারের বাংলার গর্ব অ্যাওয়ার্ডে সব রকম পেশার সাথে যুক্ত মানুষেরা অংশগ্রহণ করতে পারবেন। নিজেদের কাজ সম্পর্কে আরো বেশি ভালোভাবে পৌঁছে দিতে পারবে মানুষের মধ্যে। এবারের বাংলার গর্ব অ্যাওয়ার্ডে থাকছে বিভিন্ন কাজের সাথে যুক্ত বিভিন্ন পেশায় নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। যেমন উদ্যোক্তা, রেস্তোরাঁ, মডেল, সমাজ সেবী, পলিটিশিয়ান, গায়ক, ফ্যাশান ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, ইউটিউবার আর তার সাথে থাকছেন অভিনেতা – অভিনেত্রী এবং সাংবাদিকরাও। বিশদ জানতে যোগাযোগ করুন এই নাম্বারে – 6290912239 । বাংলার গর্ব অ্যাওয়ার্ডে ( Banglar Gorbo Award ) নিজের নাম নথিভুক্ত করার জন্য নিচের ফর্মটি পুরন করুন।
Discussion about this post