নিজস্ব প্রতিনিধি : গত ১২ ই আগস্ট ২০২৩ কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ২৪x৭ নিউজ বেঙ্গলের একটি অ্যাওয়ার্ড শো- বাংলার অবদানে সেরা স্বীকৃতি “বাংলার গর্ব অ্যাওয়ার্ড” (Banglar Gorbo Award 2023) । যেখানে উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা তার সাথে আরও অনেকেই।
24×7 নিউজ বেঙ্গলের কর্ণধার জয়ন্ত পর্বত ও পৃথা পর্বত এর উদ্যোগে এবং টলিউড টকিজ এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অফিসিয়াল ফুড পাটনার ভিকারাম চান্দমাল, ওয়াও মোমো। বিউটি পার্টনার ভিএলসিসি, ইকরা ফ্যাশন, হিমাভান বিউটি। উপহার দিয়েছেন প্যাসিফিক ডিজাইন, ব্রহামান কুলটিয়া জুয়েলার্স, ওয়াল্ড ভিশন, প্রফেক্স, গ্লিটার ম্যাগাজিন, ক্রিয়েটিভ পার্টনার তিথি ক্রিয়েটিভ, SRL প্রোডাকশন হাউস, RAW Management Partner, আর জি সেলুলার, সিটি ইভেন্টস সহ আরো অনেকেই। ফটোগ্রাফিতে ছিল ফটোগ্রাফার রাহুল দাস, বিশ্বজিৎ সাহা, রাজীব মুখার্জী।
ঐদিন বাংলার গর্ব অ্যাওয়ার্ড (Banglar Gorbo Award 2023) তুলে দেওয়া হয় দুই বাংলার সেরা নায়িকা হিসেবে অভিনেত্রী জয়া আহসান কে।

ভটভটি সিনেমা থেকে সেরা অভিনেতা হিসেবে “বাংলার গর্ব অ্যাওয়ার্ড” (Banglar Gorbo Award 2023) তুলে দেওয়া হয় অভিনেতা রিশব বসুকে।

ব্যোমকেশ ও পিঞ্জরপল থেকে সেরা সহযোগী অভিনেতা হিসেবে “বাংলার গর্ব অ্যাওয়ার্ড” (Banglar Gorbo Award 2023) তুলে দেওয়া হয় সকলের প্রিয় অভিনেতা ভাস্বর চ্যাটার্জিকে।

পপুলার অভিনেতা হিসেবে বাংলার গর্ব অ্যাওয়ার্ড (Banglar Gorbo Award 2023) তুলে দেওয়া হয় অভিনেতা রোহান ভট্টাচার্যের হাতে।

রামপ্রসাদ সিরিয়ালের বেস্ট সাপোর্টিং অভিনেত্রী হিসাবে “বাংলার গর্ব অ্যাওয়ার্ড” (Banglar Gorbo Award 2023) তুলে দেওয়া হয় অভিনেত্রী তানিয়া কর এর হাতে।

অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সেরা খলনায়িকা হিসেবে অ্যাওয়ার্ড (Banglar Gorbo Award 2023) তুলে দেওয়া হয় অভিনেত্রী অহনা দত্তের হাতে।

ডিজাইনার হিসেবে “বাংলার গর্ব অ্যাওয়ার্ড” (Banglar Gorbo Award 2023) পেয়েছেন ডিজাইনার শ্যামসুন্দর বসু।

সোহাগ জল সিরিয়ালের বেস্ট ডিরেক্টার হিসেবে “বাংলার গর্ব অ্যাওয়ার্ড” (Banglar Gorbo Award 2023) তুলে দেওয়া হয়েছে ডিরেক্টর সৌমাল্য ভট্টাচার্য মহাশয়ের হাতে।

ভোকালিস্ট হিসেবে “বাংলার গর্ব অ্যাওয়ার্ড” (Banglar Gorbo Award 2023) পেয়েছেন সর্বজিত ঘোষ।

সেরা গায়িকা হিসেবে “বাংলার গর্ব অ্যাওয়ার্ড” (Banglar Gorbo Award 2023) পেয়েছেন সঞ্চিতা ভট্টাচার্য।
এছাড়াও অ্যাওয়ার্ড (Banglar Gorbo Award 2023) পেয়েছেন শর্মিষ্ঠা সিকদার সেরা কবি হিসেবে।

অভিজিৎ রায় অ্যাওয়ার্ড (Banglar Gorbo Award 2023) পেয়েছেন সেরা সোশ্যাল ওয়ার্কার হিসেবে।

পল্লবী সেনগুপ্ত অ্যাওয়ার্ড (Banglar Gorbo Award 2023) পেয়েছেন সেরা লেখিকা হিসেবে।

অ্যাওয়ার্ড (Banglar Gorbo Award 2023) পেয়েছেন বিখ্যাত ডক্টর সত্যনারায়ণ প্রসাদ গোস্বামী।

বিখ্যাত জ্যোতিষী হিসেবে আওয়ার্ড (Banglar Gorbo Award 2023) পেয়েছেন মোহিনী আচার্য ঘোষ।

সেরা ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে অ্যাওয়ার্ড (Banglar Gorbo Award 2023) পেয়েছেন ইন্দ্রানী চৌধুরী।

মিমিক্রি আর্টিস্ট হিসেবে অ্যাওয়ার্ড (Banglar Gorbo Award 2023) পেয়েছেন অভিষেক সাহা।

অ্যাওয়ার্ড (Banglar Gorbo Award 2023) পেয়েছেন অভিক সাহা।

অ্যাওয়ার্ড (Banglar Gorbo Award 2023) পেয়েছেন আকাশ নন্দী।


২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post