দীপ দেব: পহেলা বৈশাখ, বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। বঙ্গাব্দের প্রথম দিনটি বাঙ্গালীদের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালির সর্বজনীন লোকজ উৎসব হিসেবে বিবেচিত।শিলচর গান্ধী ভবনে অন্যান্য বছরের ন্যায় এবছরও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু হয় নাচ-গান-কবিতা পাঠ সহ আলোচনার মধ্য দিয়ে বর্ষবরণ পালন করল বরাক কন্ঠ পত্রিকাগোষ্ঠী সহ এই অঞ্চলের উপস্থিত সঙ্গীত,নৃত্য,কবিতা শিল্পীরা। সেদিন বরাক কন্ঠ পত্রিকাগোষ্ঠী পক্ষ থেকে সম্পাদিক তথা বিশিষ্ট্য তবলা বাদক সন্তোষ চন্দ মঞ্চে উপবিষ্ট আইনজীবি রজত ঘোষ, বিশিষ্ট্য সাংবাদিক হারাণ দে,আকসা সংঘটনের উপদেষ্ঠা রূপম নন্দীপুরকায়স্থ, সঙ্গীতশিল্পী গৌতম সিংহা,সমাজসেবী গৌতম গুপ্ত, সমাজসেবী তথা বরাক কন্ঠ পত্রিকাগোষ্ঠীর সাংস্কৃতিক উপদেষ্ঠা স্বর্ণালী চৌধুরী দেরকে একটি করে স্মারক ও উত্তরীয় পড়িয়ে সম্মান যথাযথভাবে সম্মান জানানো হয়।এরপর মঞ্চে উপস্থিত বিশিষ্ট্যজনেরা মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বরাক কন্ঠ পত্রিকাগোষ্ঠীর বর্ষবরন সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ হয়।
অনুষ্ঠানের বক্তব্যে উপস্থিত বিশিষ্ট্যজনেরা সংক্ষিপ্ত বক্তব্যে বরাক কন্ঠ পত্রিকাগোষ্ঠীর সম্পাদক সন্তোষ চন্দ মহাশয়ের এই প্রয়াসকে সাধু জানান।বরাক কন্ঠ পত্রিকাগোষ্ঠীর সাংস্কৃতিক উপদেষ্ঠা তথা সমাজসেবী স্বর্ণালী চৌধুরী বক্তব্যে জাতি-ধর্ম-বর্ণ, নির্বিশেষে সব মানুষ, সব বাঙালি সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে সমগ্র জাতি একই হৃদয়াবেগে একটি মোহনায় মিলিত হয়ে পালন করে এই সর্বজনীন উৎসব। চিরায়ত বাঙালিত্বের অহংকার আর সংস্কৃতির উদার আহ্বানে জাগরুক হয়ে নাচে-গানে, গল্পে-আড্ডায়, আহারে-বিহারে চলে নতুন বছরকে বরণ করার পালা।বাংলা নববর্ষ তাই বাঙালিদের জীবনে সবচেয়ে বড় সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব।এর মাধ্যমে জাতি তার স্বকীয়তা ও জাতীয়তাবাদী চেতনার শক্তি সঞ্চয় করে; সচেষ্ট হয় আত্মপরিচয় ও শিকড়ের সন্ধানে। এরূপ নববর্ষই বাঙালি জাতিকে ইস্পাত-কঠিন ঐক্যে আবদ্ধ করেছিল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিব শঙ্কর ধর এবং কলিকাতা থেকে আগত তবলা বাদক কৃষ্ণেন্দু শর্মা ও তার সহযোগী শিল্পী অর্ণিবাণ দাস,রাগ প্রধান গান পরিবেশন করেন শিল্পা দাস,একক তবলা বাদক সঞ্জয় দাস,সঙ্গীত শিল্পী তথা শিক্ষিকা বাপী রায় সহ এই বিশিষ্ট্য সঙ্গীত ও নৃত্যশিল্পীরা পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের প্রশংশা পেতে অপেক্ষা রাখেন না এবং সব মিলিয়ে বরাক কন্ঠ পত্রিকাগোষ্ঠীর বর্ষবরন অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে বলে বলা যেতে পারে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post