তপন দাস,বাংলাদেশ ব্যুরো: নীলফামারীতে চুরি যাওয়া ভ্যান ২৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে উদ্ধার করলো জেলা পুলিশ নীলফামারীর একটি অভিযানিক দল। গতকাল বিকেলে নীলফামারীর রামগঞ্জ বাজারের গরু হাটি চুরি যায় ভ্যান টি ।
এবিষয়ে নীলফামারীর সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন গতকাল বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর রামগঞ্জ বাজার থেকে একটি ভ্যান চুরি হয়েছে এমন একটি অভিযোগ আমাদের কাছে আসলে আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর কাছে আমরা সবকিছু শুনে আমাদের অভিযানিক একটি দল সাথে সাথে বিভিন্ন স্হানে অভিযান শুরু করে এবং এক পর্যায়ে জলঢাকা উপজেলার বটতলা কিসামত গ্রাম থেকে চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত ভ্যান চোর চক্রের সক্রিয় এক সদস্য বাবুল ইসলাম (৪৬) কে আটক করা হয় এসময় তিনি আরো বলেন চোর বাবুল এর কাছ থেকে তালা কাটার একটি বড় প্লাস উদ্ধার করা হয় এবং ভ্যানে লাগানো রডতালাটি ও কাটা অবস্থায় উদ্ধার করা হয় তিনি আরো বলেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম তার অটো ভ্যানটি একটি বৈদ্যুতিক খুটির সাথে রড তালাদিয়ে আটকিয়ে গরু হাটিতে গরু দেখার জন্য যায় এবং কিছুক্ষণ পর এসে দেখেন তার ভ্যানটি চুরি হয়ে গেছে । তার পরিপেক্কিতে আমরা আমরা অভিযান পরিচালনা করে ভ্যান চোর কে আটক করি এবং তার সাথে জড়িত বাকি সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post