তপন দাস, বাংলাদেশ ব্যুরো: নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী ও খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত ১৮ জুন মনোনয়ন পত্র দাখিলের শেষ মুহুর্তে প্রার্থী ও কমী-সমর্থকদের উৎসব মুখর পরিবেশ ছিল চোখে পড়ার মত। তিন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারি প্রার্থীরা হলেন, টেপা খড়িবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম (নৌকা), মোঃ ময়নুল হক (সাবেক চেয়ারম্যান), মোঃ রবিউল ইসলাম (শাহীন), মোঃ হারুনুর রশিদ ও মোঃ আফছার আলী। গয়াবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ আমজাদ হোসেন সরকার (নৌকা), মোঃ শরিফ ইবনে ফয়সাল (মুন), মোঃ কামরুজ্জামান, মোঃ সামসুল হক (সাবেক চেয়ারম্যান), মোঃ আনোয়ারুল হক, মোঃ লুৎফর রহমান ও মোঃ রকনুজ্জামান। খগাখড়িবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (নৌকা), মোঃ রবিউল ইসলাম লিথন (সাবেক চেয়ারম্যান), মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আনোয়াার হোসেন।
এই তিন ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৫ হাজার ৩৮০ জন ও নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ১১৭ জন। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, টেপাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৫ জন, সংরক্ষিত আসনের সদস্য ১০ জন ও সাধারন আসনের সদস্য ৩৪ জন, গয়াবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৭ জন, সংরক্ষিত আসনের সদস্য ১২ জন ও সাধারন আসনের সদস্য ৩৪ জন, খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৪ জন, সংরক্ষিত আসনের সদস্য ১৪ জন ও সাধারন আসনের সদস্য ৩০ জন মোট এবারে নির্বাচন মোট ১৫০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র ডিমলা নির্বাচন অফিসে গিয়ে রির্টারনিং অফিসারের নিকট দাখিল করেছেন। এ নিয়ে তিন ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলের সংখ্যা চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত আসনের সদস্য ৩৬ জন ও সাধারন আসনের সদস্য ৯৮ জন।
গত ৩১ মে উপজেলার এই তিন ইউনিয়নের নাম তালিকায় প্রকাশ করে নির্বাচন কমিশন । ঘোষিত তফশিল অনুযায়ী তিন ইউনিয়নের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল গত ১৮ ই জুন মনোনয়ন যাচাই-বাছাই ১৯ শে জুন, প্রার্থীতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্ধ ২৫ শে জুন । ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৭ ই জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ২৭ টি কেন্দ্রের ১৬০ টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post