তপন দাস, নীলফামারী প্রতিনিধি: জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী প্রেসক্লাবের আয়োজনে রবিবার সকাল ১১টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নীলফামারী জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন।
মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববীর সভাপতিত্বে বক্তৃতা দেন সহ-সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, ভুবন রায় নিখিল, মোস্তাফিজুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজরুল আলম সিয়াম, নির্বাহী সদস্য মীর মাহামুদল হাসান আস্তাক, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, বাংলা নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি আমিরুজ্জামান, একাত্তর টিভির প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুর রশীদ শাহ্, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মাহমুদ আল হাসান রাফিন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম আলী ও সাধারণ সম্পাদক মামুন উর রশীদ মিঠু।
বক্তরা ৭১ টিভি ও বাংলা নিউজ টুয়েন্টি ফোরের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিৎ করা ও নাদিমের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। উল্লেখ্য, জামালপুরের সাংবাদিক নাদিম গত ১৪ জুন সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় গুরুত্বর হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন মারা যান।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post