সুরশ্রী রায় চৌধুরী: পঞ্চায়েত নির্বাচনের আগে কর বাবদ রাজ্যগুলির প্রাপ্য টাকা মিটিয়ে দিল কেন্দ্র সরকার। এ রাজ্যে মার্চ মাসের বরাদ্দ টাকা পেল মোট ১০ হাজার ৬৪২ কোটি টাকা। রাজ্যে বকেয়া ডিএ নিয়ে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। টাকার অভাবে একাধিক বার মেজাজও হারান এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মেদিনীপুরের এক জনসভায় কেন্দ্রকে নিশানাও করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ ছিল, ‘কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। জিএসটির জন্য কেন্দ্র টাকা পাচ্ছে। কিন্তু জিএসটি বাবদ রাজ্যের টাকা দিচ্ছে না’। এবার শুধু বাংলা নয়, মার্চ মাসের বরাদ্দ হিসেবে কর বাবদ টাকা পেল সমস্ত দেশের সমস্ত রাজ্যই। চলতি মাসেই বাংলার জন্য শিক্ষাখাতে ২ হাজার ৬৫০ কোটি বরাদ্দ করে কেন্দ্র সরকার। চলতি বছরের জুন মাস থেকে কিস্তির ভিত্তিতে টাকা জমা পড়বে।
এমনকী, শর্তসাপেক্ষেই বাংলায় আবাস যোজনায়ও টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। মোট ১১ লাখ বাড়ি তৈরির জন্য ৮,২০০ কোটি টাকা। গত বছরের ৫ নভেম্বর রাজ্যে এসেছিল বকেয়া ৯৯৫ কোটি টাকা। প্রায় পাঁচ মাস পর বকেয়া টাকা পেয়েছিল রাজ্য সরকার (west bengal)। পাশাপাশি কেন্দ্রের কাজ থেকে সর্বশিক্ষা অভিযানের ৯৫৫ কোটি টাকা পেয়েছে রাজ্য (west bengal)। পঞ্চায়েত নির্বাচনের আগে দু দফায় টাকা দিল কেন্দ্রীয় সরকার৷ এখনও ১০০ দিনের কাজের টাকা পেতে মরিয়া রাজ্য সরকার। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে কর বাবদ রাজ্যগুলির প্রাপ্য টাকা মিটিয়ে দিল কেন্দ্র সরকার।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post