সুরশ্রী রায় চৌধুরী: ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজ এই দিবসকে পালন করল বেহালা গার্লস স্কুল। বেহালা গার্লস স্কুলের উদ্যোগে সকাল থেকে স্কুলের ছাত্রীরা বেহালা ডায়মন্ড হারবার রোডের ধারে পথ যাত্রী দের প্লাস্টিক কে বর্জন করার প্রচার চালায়। এর পাশাপাশি অব্যবহৃত জামাকাপড় দিয়ে স্কুলের ছাত্রীদের ব্যাগ বানিয়ে তা বিতরণ করা হয়। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ঐ স্কুলের প্রধান শিক্ষিকা ডঃ কাবেরী চ্যাটার্জি।
সচেতনা মূলক এই কার্য্যক্রম টি কে সার্থক রূপায়ণের জন্য স্কুলের শিক্ষিকারা, শিক্ষার্থীদের সঙ্গে সক্রিয় অংশগ্রহণ করেন। শিক্ষিকা শর্মিষ্ঠা গায়েন, ঝুমুর সাহা,শুভ্রা ঘোষ মিত্র, মৌসুমী ধর ছাত্রীদের সাহায্য করে এই কর্মসূচিতে। এছাড়াও শুভশ্রী সরকার,অস্মিতা রায় , শৈবন্তী পাল ,সুচেতা সরকার ও ইতি শর্মার মতন শিক্ষা কর্মীদের অংশগ্রহণ এই উদ্যোগ কে সফল হতে সাহায্য করে। অশিক্ষক কর্মচারী গোপাল বাহাদুর সিনহা ও গৌরাঙ্গ বর্মনের সক্রিয়তা ছিল চোখে পড়ার মত।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post