সুরশ্রী রায় চৌধুরী: বেহালায় সাড়ে সাত বিঘা জমিতে গড়ে উঠছে বৈষ্ণোদেবীর মন্দির (Vaishno Devi)। আগামী ১৮ জানুয়ারি খুলে যাবে বেহালার বৈষ্ণোদেবীর দ্বার। উদ্বোধনে হাজির থাকবেন দেশের একাধিক মন্দিরের পুরোহিতরা। কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, যাঁদের ইচ্ছে থাকলেও কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে পৌঁছতে পারেন না, তেমন ভক্তদের জন্য কলকাতা পুরসভার ১১৬ নম্বর ওয়ার্ডে নতুন বৈষ্ণোদেবী মন্দির হচ্ছে। বেহালার এই মন্দিরে বৈষ্ণোদেবীর মূর্তি আনা হয়েছে জয়পুর (Jaipur) থেকে। কাটরার বৈষ্ণোদেবীর বিগ্রহের আদলেই গড়া হয়েছে মূর্তি। সাড়ে সাত বিঘার এই জমিতে ছিল জয়চণ্ডী ঠাকুরানি মন্দির।
চারশো বছরের পুরনো ওই মন্দিরের পেল্লায় জমিতে দু’বিঘার একটি জলাশয় রয়েছে। পুরোটাই দেবোত্তর সম্পত্তি, এতদিন ঢেকে ছিল ঘাসের জঙ্গলে। তিন বছর হল, কলকাতা পুরসভা (KMC) রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। স্থানীয় কাউন্সিলর তারক সিং সিদ্ধান্ত নেন, এখানেই তৈরি হবে বৈষ্ণোদেবী মন্দির। সেইমতো কাজ শেষ হয়েছে, এসেছে বিগ্রহ। শুধু বৈষ্ণোদেবী নয়, বিশাল এই মন্দির চত্বরে আরও আট দেবদেবীর মন্দির থাকবে। সবমিলিয়ে কলকাতার বৈষ্ণোদেবী নিয়ে আগ্রহ চরমে। ইতিমধ্যেই মন্দির খোলা-বন্ধের সময়সীমা জানিয়েছেন মেয়র পারিষদ। আপাতত ঠিক হয়েছে, প্রতিদিন ভোর ৫টায় মন্দিরের দ্বার খুলে যাবে, বন্ধ হবে দুপুর একটায়। ফের বিকেল চারটেয় সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার। বন্ধ হবে রাত দশটায়। আগামী ১৮ জানুয়ারি উদ্বোধনের দিন ধার্য হলেও আপাতত এখানে আরতি হচ্ছে রোজই। মঙ্গলবার রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বিশেষ আরতি। ১৮ জানুয়ারি মন্দিরের দ্বারোদঘাটনের আগে রয়েছে তিনদিন ব্যাপী অনুষ্ঠান।
যোগ দিতে আসছেন কাশী বিশ্বনাথ মন্দিরের পুরোহিতরা। বারাণসী ছাড়াও ১৬, ১৭ ১৮ জানুয়ারি দেশের নানা প্রান্ত থেকে পুরোহিতরা আসবেন মন্দির চত্বরে। তিনদিন ব্যাপী পুজোর মাধ্যমে বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা হবে। বৈষ্ণোদেবীর মন্ত্রোচ্চারণ করে বেরোবে নিশান যাত্রা। মেয়র পারিষদ জানিয়েছেন, যেখানে এই মন্দির, সেখানে এক সময় গঙ্গা ছিল। লখিন্দরকে নিয়ে ভেসে গিয়েছিল বেহুলা। সেই হিসাবে জায়গাটি অত্যন্ত পবিত্র। জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী অত্যন্ত জাগ্রত। কথিত আছে, দেবীর দর্শন পেলে জীবনের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির পৌঁছুতে জম্মুতে পৌঁছে কাটরা, তারপর দুর্গম পথ পেরিয়ে, বহু সিঁড়ি ভেঙে পাহাড়ের উপরের মন্দিরে পৌঁছতে হয়। তবে বেহুলার এই মন্দিরে প্রচুর ভক্ত সহজে ঈশ্বরের দর্শণ লাভ করতে পারবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post