দেবশ্রী মুখার্জী : অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ইয়ং জেনারেশনের কাছে খুবই জনপ্রিয় একথা বলাই বাহুল্য। আগামী ৬ ই মে প্রেক্ষাগৃহে আসতে চলেছে মিমি অভিনীত নতুন ছবি ‘ মিনি’ (Mini)।
আরো পড়ুন Exclusive Interview Shreelagna Bandyopadhyay: বড়োপর্দায় শ্রীলগ্না
এই ছবিতে মিমি কে’ (Mimi Chakraborty) মিনি’ র (Mini) মাসির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বোনঝি আর মাসির সম্পর্কের ভালোবাসা,ঝগড়া, আরেকটু খুনসুটি নিয়ে তৈরি এই ছবি।
এম কে মিডিয়া প্রাইভেট লিমিটেড এবং স্মলটক আইডিয়াস প্রোডাকশন নিবেদিত রাহুল ভাঞ্জা ও অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর (Sampurna Lahiri) প্রথম প্রযোজিত এই ছবির পরিচালক মৈনাক ভৌমিক।
মৈনাক নতুন প্রজন্মের চিন্তা ভাবনা নিয়ে এর আগেও ছবি করেছেন ‘আমরা’, ‘বেডরুম’, । এবারও ‘মিনি’ (Mini) ছবির মধ্যে দিয়ে বর্তমান যুগে বাচ্চাদের সাথে বাবা মা সম্পর্কের মধ্যে বন্ধুত্বটা কে তুলে ধরতে চেয়েছেন।
৮ই এপ্রিল ২০২২ সাউথ সিটি মলের হ্যামলেস টয় শপে হয়ে গেল এই ছবিটি টিজার লঞ্চ। উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri), মৈনাক ভৌমিক ও এই ছবির অন্যান্য কলাকুশলীরা।
সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জমজমাট ভাবেই হয়ে গেল এই ছবিটি টিজার লঞ্চ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিমি জানান, খুদে কো -স্টারের সাথে অভিনয় করাটা তার কাছে খুব মজার ছিল এবং পরিচালক মৈনাকের সহযোগিতায় সহজ ভাবেই তিনি কাজটা সম্পন্ন করতে পেরেছেন ও তিনি আশাবাদী এই ছবি দর্শকদের ভালো লাগবে।
Discussion about this post