নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- শিয়ালদহ মেইন শাখার কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন ২৮ ও ২৯ নম্বর রেলগেটের মাঝে চার নম্বর লাইন ধার একটি লেডিস ব্যাগে বোমা লুকিয়ে রাখা ছিল। শনিবার সকাল ১০-৩০ মিনিট নাগাদ রেললাইনে কর্মরত রেল কর্মীরা ব্যাগটি ছুঁড়ে ফেলতেই বোমা বিকট শব্দে ফেটে ওঠে।
আরো পড়ুন Bengali Film ‘Mini’: আগামী ৬ই মে মুক্তি পাচ্ছে বাংলা ছবি ‘মিনি’
বোমার শব্দ পেয়ে রেল পাড়ের বাসিন্দা বেরিয়ে দেখেন চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ। রেলপাড়ের বাসিন্দা রানী দেবী জানান, বিকট আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে দেখি চারিদিকে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। শুনলাম লাইনের ধারে একটা ব্যাগ পড়েছিল। ওই ব্যাগের মধ্যে বোমা লুকিয়ে রাখা ছিল। রেল কর্মীরা কাজ করার সময় ব্যাগটা ছুঁড়ে ফেলতেই বোমাটি ফেটে যায়।
Discussion about this post