নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- মোবাইল ফোন হারানো কিংবা চুরির বিষয়ে সম্প্রতি বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল ভাটপাড়া থানায়। তদন্ত নেমে ভাটপাড়া থানার পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকা বাদেও বীরভূম, হুগলী ও নদীয়া জেলায় তল্লাশি অভিযান চালিয়ে ২১ টি মোবাইল উদ্ধার করেছে। রবিবার সন্ধেয় থানায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২১ জন প্রাপকের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হল। হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে ভীষন খুশি মালিকরা। খোয়া যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন এসিপি জগদ্দল সুব্রত মন্ডল, ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডল, থানার মেজবাবু সুকুমার ভৌমিক-সহ অন্যান্য পুলিশ অধিকারিকরা।
কাঁচড়াপাড়ার বাসিন্দা অমরনাথ ব্যনার্জি বলেন, গত ১৮ ডিসেম্বর স্কুলে আসার সময় রাস্তায় মোবাইল ফোনটি পড়ে গিয়েছিল। তিনি ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুন্দিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ফোন খুঁজে পেতে তিনি ভাটপাড়া থানায় জেনারেল ডায়েরি করেছিলেন। তবে মাত্র তিন মাসের মাথায় মোবাইল ফিরে পেয়ে ভীষণ খুশি অমর বাবু। চন্দ্র শেখর অধিকারী জানান, বাজারে পকেট থেকে তাঁর মোবাইল ফোনটি পড়ে গিয়েছিল গত বছরের ১৪ ফেব্রুয়ারি। পরদিন তিনি ভাটপাড়া থানায় জেনারেল ডায়েরী করেছিলেন। তিনি ফোনের আসাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পুলিশের তৎপরতায় মোবাইল পেয়ে তিনিও খুশি।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post