সুরশ্রী রায় চৌধুরী: অভিনয়ের দুনিয়ায় পা রাখলেন ভুবন বাদ্যকর। সম্প্রতি শুরু হওয়া এক সিরিয়ালে বাবার ভূমিকায় কাঁচা বাদামের গায়ক। ‘দাদাগিরি’ থেকে ‘ইস্মার্ট জোড়ি’, একাধিক রিয়ালিটি শোয়ে দেখা গেছে তাঁকে। তবে এবার ধারাবাহিকে হাতেখড়ি ভুবনের। তিনি নিজেই জানিয়েছেন, মাস তিনেক আগে এই ধারাবাহিকের শ্যুটিং করেছেন তিনি। ধারাবাহিকে প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু সেই বিয়েতে মত নেই বাবার। মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। মোট দু-দিন কলকাতায় শ্যুটিং করেছেন তিনি। পারিশ্রমিক হিসাবে পেয়েছেন চল্লিশ হাজার টাকা।
কিছুদিন আগেই ভুবন বাদ্যকর অভিযোগ করেছিলেন, ‘কাঁচা বাদাম’ গান সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও গেয়ে পোস্ট করলেই কপিরাইটের কেস দেওয়া হচ্ছে তাঁকে। যে গান গাওয়ার জন্য তিনি সব জায়গায় ডাক পান, সেই গান গাইলেই বিপত্তি। ফলে রোজগারপাতি বন্ধ হয়ে গিয়েছে বাদাম কাকুর। তিনি বলেন, গোপাল নামের এক ব্যক্তি তাকে তিন লাখ টাকা দিয়ে বলেছিলেন সে তার চ্যানেলে ঐ গানটা চালাবে। সেই মতো চুক্তির পেপারে সই করেন তিনি। কিন্তু এরপর থেকেই আর কোথাও সেই গান গাইতে পারছেন না তিনি। গোপাল নামের ঐ ব্যক্তির বিরুদ্ধে মামলাও করেছেন ভুবন বাদ্যকর। রোজগারপাতি বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছিলেন বাদাম কাকু ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকরের অনুগামী রাও ভেঙে পড়ছিলেন। তবে অভিনয়ের দুনিয়ায় পা রেখে সবার মন জয় করতে চলেছে ভুবন বাদ্যকর।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post