দেবশ্রী মুখার্জি : কলকাতা কর্পোরেশনের ভোটের আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জবরদস্তি ভোট করা যাবে না শান্তিপূর্ণ ভোট করতে হবে। বিরোধীদের বক্তব্য, গত পুরভোটে বিধানগরে সন্ত্রাসের নজির সৃষ্টি করেছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই বিধানগরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা উল্লেখ করে শান্তিপূর্ণ ভোট এর ব্যাপারে নির্দেশ দিলেন প্রবীণ সাংসদ সৌগত রায় মহাশয়।
এই দিন বিধানগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দনগর পুরভোটের ইশতেহার প্রকাশ করে তৃণমূল। এই অনুষ্ঠানে সাংসদ সৌগত রায় জানান, বিধানগরের যা কাজ হয়েছে মানুষ এমনি তৃণমূলকে সমর্থন করবে। গন্ডগোলের দরকার নেই। যে বা যারা গন্ডগোল করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এরপর অনেকে মনে করেন সৌগত রায়ের কথাতেই স্পষ্ট গতবারের ভোটের ছবি এবার দল ফেরাতে চায় না। শান্তিপূর্ণ ভোট হবে বিধানগরে এটাই কাম্য।
আরো পড়ুন ৬ কোটি টাকার প্রাচীন মূর্তি উদ্ধার
Discussion about this post