পাঞ্চজন্য রায়, নয়াদিল্লি : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সোমবার রাতে দিল্লির বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গিয়েছে, রবিবার রাতে নাতির সঙ্গে খেলছিলেন বিরজু মহারাজ। সেই সময় হঠাৎ তিনি অসুস্থতা অনুভব করেন। এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেশ কিছুদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। ডায়ালিসিসও চলছিল তাঁর।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরজু মহারাজের সঙ্গে ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতীয় নৃত্যকলাকে সারা বিশ্বে পরিচিতি দেওয়া পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণের খবর অত্যন্ত দুঃখজনক। তাঁর মৃত্যু সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি। শোকের এই সময় তাঁর পরিবার ও অনুগামীদের জন্য সমবেদনা রইল।
উল্লেখ্য, ১৯৩৮ সালের ৪ ফেব্রুয়ারি লখনউতে জন্মগ্রহণ করেন ব্রিজমোহন মিশ্র। কত্থক নৃত্যশিল্পী হিসাবে পরিচিতি লাভ করেন তিনি। পদ্মবিভূষণ পান বিরজু মহারাজ ১৯৮৩ সালে। এছাড়াও একাধিক পুরস্কারে ভূষিত হন তিনি। সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার ও কালীদাস সম্মান, ‘বিশ্বরূপম’ ছবিতে কোরিওগ্রাফের জন্য চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পান বিরজু মহারাজ। এছাড়াও বলিউডের ‘দেবদাস’, ‘বাজিরাও মাস্তানি’,’উমরাও জানের’ মতো ছবিতে কোরিওগ্রাফিতে নজর কেড়েছেন তিনি।
আরো পড়ুন বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী
প্রধানমন্ত্রীর পাশাপাশি শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এছাড়াও শোক প্রকাশ করেছেন সুভাষ ঘাই, অশোক পণ্ডিত এবং আদনান স্বামী।
Discussion about this post