নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ডায়মন্ডহারবারে লাইট হাউস ময়দানে শুভেন্দুর সভা বানচালের চেষ্টার প্রতিবাদে শনিবার সন্ধেয় কাঁকিনাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। এদিন রাস্তায় বসে পড়ে কিছুক্ষন পথ অবরোধ করতেই ভাটপাড়া থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
অবরোধ কর্মসূচিতে এদিন হাজির ছিলেন ভাটপাড়া মন্ডল-১ ও ২ সভাপতি যথাক্রমে প্ৰদ্যুৎ ঘোষ ও গোপাল সাউ, বর্ষীয়ান নেতা রবীন্দ্র নাথ মাইতি, সুরেশ সাউ, মনি চক্রবর্তী প্রমুখ। এদিনের পথ অবরোধ কর্মসূচি নিয়ে ভাটপাড়া মন্ডল-১ সভাপতি প্ৰদ্যুৎ ঘোষ বলেন, আদালতের অনুমতি নিয়েই ডায়মন্ডহারবারে দলীয় সভা আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশ এবং শাসকদল নানাভাবে সভা বানচালের চেষ্টা করেছিল। তারই প্রতিবাদে এই পথ অবরোধ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।