নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তবে মনোনয়ন তোলাকে ঘিরে বিশৃঙ্খলা এড়াতে ব্যারাকপুর ব্লক-১ সমষ্টি উন্নয়ন অফিসে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। রাফ-সহ ভাটপাড়া থানার পুলিশ মোতায়ন করা হয়েছে ব্লক উন্নয়ন অফিসে। শনিবার বেলায় ব্যারাকপুর ব্লক-১ সমষ্টি উন্নয়ন অধিকারিকের সঙ্গে দেখা করেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। তার অভিযোগ, এখানে পর্যাপ্ত ডিসিআর ফর্ম নেই।
পাশাপাশি নির্বাচনে বাধা দেওয়ার কিছুটা প্রক্রিয়াও শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করে ব্যারাকপুর ব্লক-১ তৃণমূল সভাপতি দীপক লাহেড়ি বলেন, বিডিও অফিসে পর্যাপ্ত পরিমাণে ডিসিআর ফর্ম আছে। তাছাড়া এখানে কোনও ভয়ের পরিবেশ নেই। কিন্তু যদি বিরোধীদের কেউ মনোনয়ন জমা দিতে পারেন, তাহলে তারা মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দেবেন। অপরদিকে ব্যারাকপুর ব্লক-১ উন্নয়ন অধিকারিক রাজশ্রী চক্রবর্তী বলেন, অভিযোগ ঠিক নয়। পর্যাপ্ত পরিমাণে ডিসিআর ফর্মও রয়েছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post