নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- আগামী ৩০ অক্টোবর খড়দা কেন্দ্রের উপনির্বাচন। কিন্তু এখানে বিজেপিকে প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ বিজেপির। শুক্রবার বিকেলে সোদপুর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা রাহুল সিনহা অভিযোগ করলেন, বিজেপিকে তৃণমূল ও প্রশাসন-এই দুই পক্ষের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তার অভিযোগ, দলীয় কার্যকর্তাদের হুমকি দেওয়া হচ্ছে।
আরো পড়ুন বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রেখে সাফাই কর্মীদের বিক্ষোভ গারুলিয়ায়
নির্বাচনের কার্যক্রম করতে গেলে দলীয় কর্মীদের বাঁধা দেওয়া হচ্ছে। অথচ বিনা অনুমতিতে তৃণমূল প্রচার করতে পারছে। অপরদিকে অনুমতি থাকা সত্ত্বেও, প্রশাসনের তরফে বিজেপিকে প্রচারে বাঁধা দেওয়া হচ্ছে। সমস্ত বিষয় নির্বাচন কমিশনে জানানো হয়েছে। এদিন রাহুল সিনহা জোরের সঙ্গে দাবি করলেন, খড়দায় শান্তিপূর্ণ নির্বাচন হলে এবং মানুষ ঘরের বাইরে বেরিয়ে ভোট দিতে পারলে ভূমিপুত্র হিসাবে জয়ের জয় নিশ্চিত। তার দাবি, মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে খড়দা কেন্দ্রে জয়ের জয় নিশ্চিত।
আরো পড়ুন ‘আন্দোলনের অধিকার থাকলেও পথ আটকাতে পারেন না’, ‘সুপ্রিম’ পর্যবেক্ষণ
বাংলাদেশে হামলার ঘটনা নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহার কটাক্ষ, এখন বাংলার সব বুদ্ধিজীবীরা বোবা। বাংলার এক নম্বর বুদ্ধিজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ও বোবা হয়ে গিয়েছেন। বাংলাদেশের ঘটনায় মমতা নিশ্চুপ কেন, তা নিয়ে এদিন প্রশ্ন তুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। উল্লেখ্য, এদিনের সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা ও কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি কিশোর কর-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Discussion about this post