নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- চাকুরি দেবার নাম করে নিজের বাড়িতে ডেকে জোর করে ধর্ষণ করার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। খড়দা থানার পানিহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের জয়প্রকাশ কলোনীর ঘটনা। অভিযোগ, যুবতীকে চাকুরি দেবার নাম করে গত ৪ আগস্ট দুপুরে নিজের বাড়িতে ডাকে স্থানীয় তৃণমূল নেতা প্রবীর দে। মদ্যপ অবস্থায় ওই তৃণমূল নেতা যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওইদিন রাতেই নির্যাতিতা খড়দা থানায় অভিযোগ দায়ের করেন। তবে ঘটনাটি চাউর হতেই বেপাত্তা অভিযুক্ত ওই তৃণমূল নেতা।
ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে খড়দা থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে থানার সামনে বসে পড়ে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় বিজেপির নেতা-কর্মীরা। যদিও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, সাতদিনের মধ্যে অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেপ্তার হবে। নইলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা কমল দাস বলেন, আইন আইনের পথে চলবে। দোষ প্রমাণিত হলে অভিযুক্তের কঠোর শাস্তি পাওয়া উচিত।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post