নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- প্রকাশ্যে রাস্তায় দন্ডি কাটানোর ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, গত ৬ এপ্রিল তপন বিধানসভা কেন্দ্রের কয়েকজন মহিলা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরদিন চারজন আদিবাসী মহিলা ফের তৃণমূলে ফিরে আসেন। অভিযোগ, দলবদলের শাস্তি হিসেবে ওই চারজনকে মহিলাকে বালুরঘাট শহরের রাস্তায় দন্ডি কাঁটায় তৃণমূল। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেলে ব্যারাকপুর সংগঠনিক জেলার পক্ষ থেকে কাঁচড়াপাড়া সিটি লাইফের সামনে থেকে প্রতিবাদী মিছিল বেরিয়ে বীজপুর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা কিছুক্ষন বিক্ষোভ দেখায়। বিক্ষোভ শেষে থানার ভারপ্রাপ্ত অধিকারিকের কাছে তারা স্মারকলিপি জমা দেয়।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, জেলার সম্পাদক পল্লব কান্তি দাস, জেলার অফিস সম্পাদক প্রণব মন্ডল, জেলার এস টি মোর্চার সভাপতি বরুণ সরদার, জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি, মহিলা মোর্চার সভানেত্রী পিয়ালী দুবে, জেলার প্রাক্তন সভাপতি অশোক দাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের দাবি, প্রকাশ্যে রাস্তায় আদিবাসী মহিলাদের দন্ডি কাটানোর ঘটনা সভ্য সমাজে কাম্য নয়। তৃণমূল সরকারের জমানায় অত্যাচারের মাত্রা ক্রমশ বেড়েই চলছে। এবার অত্যাচারী সরকারের পতন নিশ্চিত। অপরদিকে ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি বলেন, বালুরঘাটে দন্ডি কাটানোর ঘটনার প্রতিবাদে তাদের এই থানা ঘেরাও কর্মসূচি। শাসকদলের অত্যাচারের বিরুদ্ধে আগামীদিনে আন্দোলন আরও জোরদার হবে। তবে আগামীদিনে বঙ্গে ডবল ইঞ্জিন সরকার হলে সুশাসন ফিরবেই।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post