নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ দলীয় বিধায়কদের ওপর হামলা-সহ আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে টিটাগড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি।বিক্ষোভ শেষে বিজেপির প্রতিনিধি দল টিটাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দিলেন স্মারকলিপি।
আরো পড়ুন ভাটপাড়ার পঞ্চাননতলা থেকে উদ্ধার ১৬ টি তাজা বোমা
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য্য জানালেন, বিরোধীদের কন্ঠস্বর গলা টিপে হত্যা করছে চাইছে তৃণমূল সরকার। কিন্তু সাংবিধানিক অধিকার সুরক্ষার দ্বায়িত্ব পুলিশ প্রশাসনের। সকলের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে এদিন টিটাগড় থানায় স্মারকলিপি জমা দেওয়া হল।
Discussion about this post