নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর :- ‘তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রেখেই সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখবে বিজেপি। বুধবার ভারত কেশরী ড: শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বিজেপির নোয়াপাড়া মন্ডল-৪ পক্ষ থেকে ব্যারাকপুর দেবপুকুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী। এদিন তিনি বললেন, পশ্চিমবঙ্গ গঠনের জন্য তৎকালীন জনসংঘের নেতারা বলিদান দিয়েছেন এবং অনেক রক্ত ঝড়িয়েছেন। বর্তমানে দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দুশোর বেশি কার্যকর্তা প্রাণ দিয়েছেন। উত্তম বাবুর দাবি, একদিকে শাসকদলের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। অন্যদিকে মানুষের সোবায় রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজনও চলবে। ব্যারাকপুরে এদিন ৫৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
উক্ত রক্তদান শিবিরে হাজির ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি, ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, জেলার সাধারণ সম্পাদক যথাক্রমে আবিষ্কার ভট্টাচার্য ও মানস দে, প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ, সুপ্রিয় ঘোষ ও প্রাক্তন জেলা সভাপতি অশোক দাস-সহ অন্যান্য কার্যকর্তা।
Discussion about this post