নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। পঞ্চায়েত নির্বাচনের আগে বুথস্তর পর্যন্ত সংগঠনিক অবস্থা বুঝে নিতে চাইছে বিজেপি। বুথগুলো কতটা মজবুত, তা মাপতে রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বুথ স্বশক্তিকরন কর্মসূচি। এই কর্মসূচি চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। রবিবার নৈহাটির ৫ নম্বর বাজার এলাকায় বুথ স্বশক্তিকরণ কর্মসূচি করা হল।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলার সহ-সভাপতি বিনোদ গোন্ড, জেলার অফিস সম্পাদক প্রণব মন্ডল ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সহ-সভানেত্রী জিনিয়া দে-সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র বলেন, জনসংযোগ বাড়ানোর পাশাপাশি মেপে নেওয়া হচ্ছে বুথগুলো কতটা শক্তিশালী। পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের সঙ্গে পাঙ্গা নিতেই তাদের এই কর্মসূচি।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post