নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- আট দফা দাবিতে বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ দেখাল বিজেপির ব্যারাকপুর জেলার যুব মোর্চা। এদিন বিকেলে তারা ভাটপাড়ার কুলি ডিপো মোড় থেকে মিছিল শুরু করে। ঘোষপাড়া রোড ধরে সেই মিছিল ভাটপাড়া পুরসভার সামনে শেষ হয়। সেখানে কিছুক্ষন বিক্ষোভ প্রদর্শন করার পর তারা ভাটপাড়া পুর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি, সহ-সভানেত্রী জিনিয়া চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি জমা প্রদান কর্মসূচিতে এসে বিমলেশ তেওয়ারি প্রশ্ন তুললেন, পুরসভার চেয়ারপার্সন কে ? কারন, তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন জগদ্দলের বিধায়ক। এপ্রসঙ্গে ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের বক্তব্য, ওনারা কি চেয়ারপার্সনকে খুঁজতে এসেছিলেন। নাকি প্রশ্নের উত্তর জানতে। ওনাদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া হয়েছে। বিমলেশের অভিযোগ, চার বছর ধরে বন্ধ ভাটপাড়ার মুক্তারপুর শ্মশান ঘাট। তাছাড়া এখনকার সাফাই কর্মীদের দৈনিক মজুরিও অত্যন্ত কম। এপ্রসঙ্গে উপ-পুরপ্রধান বলেন, এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে খুব শীঘ্রই শ্মশান ঘাট সংস্কারের কাজ শুরু হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post