কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা আগের থেকে অনেক বেশি এবং বজ্রপাতের মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে বলে জানান খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার। ২০২১-২০২২ সালে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল ৩ জনের। কিন্তু ২০২২-২০২৩ সালে সাপের কামড়ে মৃত্যু হয়েছে ১১ জন মানুষের। ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার সমাজ সচেতন সম্পর্কে বার্তা প্রদান করেন সাধারণ মানুষের স্বার্থে।
তিনি বলেন, সাপে কামড়ালে কোন ওঝার কাছে না গিয়ে স্থানীয় হাসপাতাল এবং ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ঘটনা ঘটার সাথে সাথে। অপরদিকে বজ্রপাতের সময় খোলা জায়গায় আশ্রয় না নিয়ে কোন আশ্রয় যোগ্য জায়গায় আশ্রয় নিতে হবে। বজ্রপাতের সময় ইলেকট্রিক তারের কাছ থেকে সরে দাঁড়াতে হবে এবং কোনো জলাশয়ের পাশে থাকা যাবে না। বাড়ির মধ্যে থাকলে বৈদ্যুতিক প্লাগ সব খুলে রাখতে হবে। খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ বাবু আরও বলেন, সাধারণ মানুষ যতক্ষণ না নিজেরা সচেতন হচ্ছেন ততক্ষন কোনোভাবেই মৃত্যুর হার কমানো যাবে না বরং বেড়েই যাবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post