নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- প্রয়াত দুই কমরেড খোকন গাঙ্গুলি ও দীনেশ ঘোষের স্মরণে বৃহস্পতিবার সিপিআইএমের ব্যারাকপুর এরিয়া কমিটির উদ্যোগে ব্যারাকপুর সাধু মুখার্জি রোড দলীয় কার্যালয়ে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ তড়িৎ বরন তোপদার, প্রাক্তন বিধায়ক চিকিৎসক কুশধ্বজ ঘোষ, চিকিৎসক প্রবীন কুমার, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়, সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য পারভেজ রহমান বিশ্বাস, সিপিআইএম এরিয়া কমিটি সম্পাদক তমাল চক্রবর্তী সহ-অন্যান্য নেতৃবৃন্দ। এদিন ৩২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
আরো পড়ুন অভিনব প্রয়াস বর্ধমানের দম্পতির , Google meet এ বিয়ে , খাবার পৌঁছে দেবে Zomato
আরো পড়ুন Samanta Akkineni: ডিভোর্স হতেই তিন ছবির অফার
আরো পড়ুন ছাগল ভেবে মানুষ বলি
Discussion about this post