প্রীতম ভট্টাচার্য , কৃষ্ণনগর: ‘রক্তদান মহৎদান’- এই স্লোগানকে মূলমন্ত্র করে কুলগাছি মাঠ পল্লি যুব সংঘের উদ্যোগে আজ (শুক্রবার) একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
আরো পড়ুন পূর্ব বর্ধমানের এক গ্রামে থাকেন কালী ঠাকুরের 4 বোন
সকাল এগারোটা থেকে রক্তদান শুরু হয়। ক্লাবের সম্পাদক পার্থ বারুই- এর কথায় ” রক্তের অভাবে অনেক জীবন ঝরে যায়। এই করনাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। আজ আমাদের এই প্রয়াস অনেক মূমুর্ষ রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করবে”।
আরো পড়ুন 60 এর পরে সিনেমার ট্রেলার লঞ্চ
শক্তিনগর জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের তত্ত্বাবধানে এদিন প্রায় পঞ্চাশজন স্বেচ্ছায় রক্তদান করেন। ব্লাড ব্যাঙ্কের কাউন্সিলর শ্রী বসন্ত সরকার জানান “মহিলা রক্তদাতাদের উপস্থিতি এই রক্তদান শিবিরের সফলতা বাড়িয়ে তুলেছে।” প্রসঙ্গত উল্লেখ্য যে মোট রক্তদাতাদের ৩০ শতাংশই মহিলা ছিলেন।
Discussion about this post