সুরশ্রী রায় চৌধুরী: প্রতি বছর ৮ মে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়ায় আক্রন্ত শিশুদের স্বার্থে থ্যালাসেমিয়া দিবস পালন করল হাওড়া বালির ‘বন্ধুদের মিলিত স্পর্শ’ পরিবার। ৭ই মে ২০২৩, রবিবার “থ্যালাসেমিয়া ডে”-র প্রাক্কালে ‘বন্ধুদের মিলিত স্পর্শ’-এর পক্ষ থেকে বালি রবীন্দ্রভবনে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হল।
থ্যালাসেমিয়া একটি ব্লাড ডিজঅর্ডার যার ফলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। প্রধানত তিন ধরনের থ্যালাসেমিয়া হয়। আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া ও থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে রক্তে লোহিত রক্ত কণিকা ও হিমোগ্লোবিনের পরিমাণ অতিরিক্ত মাত্রায় কমে যায়। যার ফলে রক্তাল্পতার সমস্যা দেখা যায়। ভারতকে বলা হয় থ্যালাসেমিয়ার রাজধানী। এই দেশে প্রতি বছর ১০ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মায়। এদের মধ্যে দারিদ্র ও চিকিত্সার অভাবে ৫০ শতাংশ আক্রান্ত ২০ বছর বয়স পূর্ণ করার আগেই মারা যায়। ভারতে মোট ৪০ লক্ষ থ্যালাসেমিয়ার বাহক রয়েছেন। এদের মধ্যে ১ লক্ষ থ্যালাসেমিয়ায় আক্রান্ত। একটি রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রতি দুজনে মহিলার এক জন রক্তাল্পতায় আক্রান্ত।
থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ। যদি বাবা ও মায়ের দু’জেনই থ্যালাসেমিয়ার বাহক হন, তা হলে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। চিকিৎসকদের মতে, এ রোগের ফলে আক্রান্তের শরীরে নির্দিষ্ট পরিমাণ রক্ত তৈরি হয় না, যার ফলে অন্যের রক্ত ট্রান্সফিউশন নিয়ে তাদের জীবন চালাতে হয়। থ্যালাসেমিয়ার মতো মারণ রোগের প্রধান কারণ সচেতনতার অভাব। এই সচেতনতা গড়তেই কাল ‘বন্ধুদের মিলিত স্পর্শ’-এর পক্ষ থেকে বালি রবীন্দ্রভবনে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হল। রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা অর্ক ঘোষ।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় , বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডা. রানা চ্যাটার্জি, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার ঘোষ, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সীতানাত গাঙ্গুলী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সুমনা মুখার্জি, হাওড়া জেলার চেয়ারম্যান লগনদেও সিং, হাওড়া শহর তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক বলরাম ভট্টাচার্য , প্রসূন ব্যানার্জীর সুপুত্র প্লাতিনি ব্যানার্জি সহ বিশিষ্ট জনেরা। সবার উপস্থিতি ও সহযোগিতায় থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার অঙ্গীকারবদ্ধ ‘বন্ধুদের মিলিত স্পর্শ’।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post