মৃত্যুঞ্জয় রায় : ই-বায়োটোরিয়ামসের এম ডি ডঃ সাগর কুমার জোশীর জন্মদিন উপলক্ষে রবিবার ইম্পাতে হয়ে গেল এক রক্তদান শিবির। এদিন ই-বায়োটোরিয়ামসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের ও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যরা।
আরো পড়ুন শীঘ্রই মুক্তি পেতে চলেছে SRL Calendar 2022, রইল মডেলদের কিছু শুটের ছবি
সংস্থার পক্ষ থেকে নিহার মিত্র জানালেন, তাদের প্রডাক্ট সম্পর্কে। করোনা পরিস্থিতিতে তাদের প্রোডাক্ট প্রতিনিয়ত সকলের অক্সিজেন বাড়াতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে চলেছে। এর ফলে কোনও রকম ওষুধপত্র অথবা হাসপাতালের সাহায্য ছাড়াই করোনা পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে পারছেন ব্যাবহারকারীরা।
আরো পড়ুন নবান্ন থেকে ঘোষণা করা হল একগুচ্ছ বিধিনিষেধ, যা মানা হবে আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই
এক কথায় বলা যেতে পারে, প্রোডাক্ট গুলি অক্সিজেন লেভেল বাড়িয়ে রক্ত সঞ্চালনের জন্য সকলকে সাহায্য করে করোনার প্রকোপ থেকে সকলকে বাঁচাতে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। এদিন রক্তদান শিবিরের মাধ্যমে প্রোডাক্ট গুলির সম্পর্কে সকলকে জানানোর উদ্যোগই নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।
Discussion about this post