কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: মঙ্গলবার রক্তদান শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার উদ্যোগে খণ্ডঘোষ থানায়। ফিতে কেটে রক্তদান শিবির অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। রক্তদান শিবির উদ্বোধনের পাশাপাশি ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয় আই ও এস রুম এবং সিসিটিভি কন্ট্রোল রুমের। থানার সুন্দর পরিবেশে রেইন ওয়াটার হ্যার্ভেস্টিং অর্থাৎ বৃষ্টির জল কে সংরক্ষণ করে তার ব্যবহার এর মতোই একটি প্রকল্পের রূপায়ণ হয়, যার শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন।
আরো পড়ুন Suvendu Adhikari : রামপুরহাটে গণদাহ-গণহত্যা হয়েছে দাবি শুভেন্দুর
এদিন খণ্ডঘোষ থানার অধীন সিভিক ভলেন্টিয়াররা তাদের অমূল্য রক্ত দান করেন, সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমান কেমরি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। সমগ্র অনুষ্ঠান কে কেন্দ্র করে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী (সদর সাউথ), সি আই (সি )রজত কান্তি পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং খণ্ডঘোষ ব্লক উন্নয়ন অধিকারিক সত্যজিৎ কুমার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়, জেলা পরিষদের দুই সদস্য মোহাম্মদ অপার্থিব ইসলাম, বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, সহ সভাপতি শ্যামল কুমার দত্ত সহ অনেকে।
আরো পড়ুন Fuel Price Hike: বেড়ে গেল রান্নার গ্যাস সহ পেট্রোল-ডিজেল এর দাম
মঙ্গলবার সাংবাদিকদের সম্মুখীন হয়ে কামনাশিস বাবু বলেন, খণ্ডঘোষ থানার উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের জন্য খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ পুষ্পেন্দু জানা কে ধন্যবাদ, রক্তদান ছাড়াও আরও যে কয়েকটি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হল সেইসব কাজ গুলোকে যথাযথ ভাবে মেইনটেইন করতে হবে। এদিন যে সমস্ত রক্তদাতারা স্বেচ্ছায় রক্ত দান করেন তাদের উপহার স্বরূপ ফুলের স্তবক এবং একটি করে টি- শার্ট তুলে দেওয়া হয় খণ্ডঘোষ থানার তরফে।
Discussion about this post