নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: তীব্র গরমে বিভিন্ন ব্লাড ব্যাংকে চলছে রক্ত সংকট। পূর্ব বর্ধমানের জামালপুরের সাদীপুরে সাদীপুর অ্যাথলেটিক ক্লাব এর পরিচালনায় একটি রক্তদান শিবির ও বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। মহতী এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার ও বেরুগ্রাম পঞ্চায়েতের সদস্য সাহাবুদ্দিন শেখ সহ অন্যান্যরা। এই প্রচণ্ড গরমে যে রক্ত সংকট চলছে সেই সময় রক্ত সংকট মেটাতে ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।
তিনি বলেন এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্লাব গুলোকে উৎসাহিত করে যাচ্ছেন, বিভিন্ন অনুদান দিচ্ছেন যাতে ক্লাব গুলো সামাজিক কাজে এগিয়ে আসে। বিডিও শুভঙ্কর মজুমদার ও বলেন রক্তদান শিবির করা একটি অত্যন্ত ভালো কাজ। রক্ত দান জীবন দানেরই সমান। ক্লাবের সম্পাদক মলি সিংহ জানান আজকের রক্তদান শিবিরেমোট ৭০ জন রক্তদাতা রক্তদান করবেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে ক্যমরি হসপিটালের হাতে। প্রত্যেক রক্তদাতা কে একটি করে প্রীতি উপহার ও একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post