কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার, মেমারি শহরের পথসাথীর সন্নিকট জি টি রোডের পাশে নয়ানজুলিতে উল্টে গেল বোলেরো প্রাইভেট কার। গাড়িতে ড্রাইভার ও দুই মহিলা ও এক শিশু সহ পাঁচজন ছিল। নয়নজুলিতে পানা, আগাছা জাতীয় আবর্জনা থাকায় সৌভাগ্যক্রমে পাঁচজনের সকলেই সুস্থ আছেন।
আরো পড়ুন Actress Puja Saha Exclusive Interview: চেষ্টা করো সাফল্য আসবেই পূজা
ঘটনা প্রসঙ্গে জানা যায় ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি কল্যাণী থেকে রানীগঞ্জ যাচ্ছিল এক মাসের শিশুকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ফিরছিল শিশুর মা । এই দুর্ঘটনায় পরিবারের সকলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনার পরেপরেই মেমারি থানার পুলিশ আসে এবং রিকভারি গাড়ি নিয়ে এসে গাড়িটিকে জল থেকে উদ্ধার করে।
আরো পড়ুন চন্দ্রিমা-র আর আর ফ্যাশন হাব এর “বাঙালিয়ানা” য় সমৃদ্ধ একটি অভিনব ড্রামাটিক ফ্যাশন শো
প্রত্যক্ষদর্শী এক কিশোর জানান তারা দেখতে পায় কলকাতার দিক থেকে প্রাইভেট গাড়িটি আসছিল হঠাৎ রাস্তার বাঁদিক থাকা দুটি ভ্যান রিক্সাকে মেরে একবারে গিয়ে নয়নজুলিতে পড়ে যায় বোলেরো গাড়িটি। তারপর তাদেরকে গাড়ি থেকে উদ্ধার করা হয়।
Discussion about this post