দেবশ্রী মুখার্জী : ১২ ই ফেব্রুয়ারী কলকাতা মিউজিয়ামে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরনায় ‘আজাদির অমৃত মহোৎসব’ উদযাপনে ‘খোলা হাওয়া’ সংস্থার উদ্যোগে ও সংস্কৃতি মন্ত্রালয়ের সহযোগীতায় এক আলোচনা সভার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বসন্ত’ এর আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিলিউড অভিনেতা অনুপম খের, পরিচালক বিবেক অগ্নিহোত্রী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , খোলা হাওয়া সংস্থার সম্পাদক শিশির বাজোরিয়া , সংস্থার প্রেসিডেন্ট ডঃ স্বপন দাশগুপ্ত৷
অভিনেতা অনুপম খের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি তাঁর অভিনিত ছবি’ দা কাশ্মির ফাইলস’ এর শুটিংয়ের কিচ্ছু অভিজ্ঞতার কথা জানানোর সাথে তাঁর ব্যক্তিগত জীবনে ছোট থেকে কাশ্মিরে বড় হয়ে ওঠার মধ্য দিয়ে তার ব্যক্তিগত জীবন দর্শনের দিকটিও তুলে ধরেন। উক্ত ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী বক্তব্যে বাংলার প্রতি তাঁর নিজ দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা দেন ও বাংলা কে নিয়ে নতুন ছবি করার চিন্তাভাবনার কথা জানান৷ অনুষ্ঠানে রাজস্থান, কর্ণাটক ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শঙ্কুদেব পান্ডা ৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post