সুরশ্রী রায় চৌধুরী : টলিউডে মুখ থুবড়ে পড়েছে বনির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘অর্চির গ্যালারি’। ২০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে অর্চির গ্যালারি। কিন্তু ব্যবসার হাল অত্যন্ত খারাপ। কপালে চিন্তার ভাঁজ নবাগতা পরিচালক প্রমিতা ভট্টাচার্যের। তিনি জানান, বনির সঙ্গে তাঁর আলাপ কাজের সূত্রেই। মাত্র ১০ দিনে শুটিং হয়েছিল অর্চির গ্যালারি ছবিটির। ইন্ডাস্ট্রিতে এই ছবি প্রশংসা পেয়েছে কিন্তু দর্শকরা মুখ ফিরিয়েছেন। প্রমিতা বলেন, দুর্নীতি কাণ্ডের কিছুই তিনি জানতেন না। ছবির প্রিমিয়ারের দিনই বনি ইডির সমন পান, তখনই প্রমিতা সবটা জানতে পারেন।
গত ১০ মার্চ মুক্তি পেয়েছে ‘অর্চির গ্যালারি’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বনি এবং আরুষী তালুকদার। সেই ছবির প্রিমিয়ারের দিনই নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাক পান বনি। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের থেকে গাড়ি কেনার জন্য ৪৪ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
তার জেরেই দু দুবার ইডি দফতরে হাজিরা দিতে হয় বনিকে। প্রথমে টাকা নেওয়ার কথা স্বীকার করেন তিনি। তারপরে আবার দাবি করেছিলেন, সব টাকা নাকি তাঁরই, ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। যদিও তার দুদিন পরেই কুন্তলের নেওয়া ৪৪ লক্ষ টাকা ফিরিয়ে দেন অভিনেতা। পরিচালক প্রমিতা বলেন, ছবির তুলনায় নায়ককে নিয়ে বেশি চর্চা হচ্ছে। নবাগতা
পরিচালক প্রমিতা ভট্টাচার্য তার ছবি নিয়ে উদ্বিগ্ন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post