সুরশ্রী রায় চৌধুরী : ২০শে নভেম্বর ‘২০২৩ কলেজস্ট্রীট ৯৩, মহাত্মা গান্ধী রোড কোলকাতা র তৃতীয় তলে শুরু হোলো বিশিষ্ট প্রকাশকদের উদ্যোগে বই বাজার! বিশিষ্ট সমাজসেবী, লেখক, লেখিকা,অভিনেতা, ডাক্তার, খেলোয়াড়, শিক্ষক নিয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে এই বাজারের শুভ উন্মোচন করলেন শিক্ষাবিদ বর্ষীয়ান বই পাড়ায় বিশেষ পরিচিত সবার কাছের মানুষ বংশী বদন চট্টোপাধ্যায়।
উপস্থিত ছিলেন বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভার সভাপতি বিশ্ব বিকাশ কুন্ডু ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ। বই পাড়ার ৫০ টির ও বেশি প্রকাশক তাঁদের সেরা বই গুলো উচ্চ কমিশনে পাঠকদের হাতে ২৫ শে নভেম্বর পর্যন্ত তুলে দিচ্ছেন এই বই বাজারে। গল্পের ও প্রবন্ধের বইয়ের এর বিপুল সম্ভার নিয়ে এই আয়োজনের সঙ্গে প্রতিদিন থাকছে কিছু অনুষ্ঠান। প্রথম দিন থেকেই পাঠক পাঠিকা দের বই কেনার আগ্রহ লক্ষ্য করার মতো। দুপুর ১২ টা থেকে সন্ধ্যা সাত টা পর্যন্ত খোলা থাকবে বই বাজার।
আসুন ,দেখুন,কিনুন এই স্লোগান দিয়ে আনন্দের বই বাজারে সবাই স্বাগত। হিন্দু, হেয়ার,সংস্কৃত কলেজিয়েট, সিটি, মিত্র,বেথুন স্কুলের ছাত্র ছাত্রী দের সঙ্গে প্রেসিডেন্সি,কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অধ্যাপক, অধ্যাপিকা, আধিকারিকদের উপস্থিতি এই বই বাজার কে সমৃদ্ধ করেছে। আয়োজক রা জানালেন মাঝে মাঝেই এই রকম বাজার তাঁরা কলকাতা সহ অন্য জেলাতেও শুরু করবেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post