নিউজ ডেস্ক: ভালবাসার ইঙ্গিত দিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmāstra) সিনেমার নতুন পোস্টার প্রকাশ করলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এর মাধ্যমেই যেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া (Alia Bhatt) ভাটের বিয়ের আভাস দিলেন তিনি। ভালবাসার বার্তা দিয়েই পোস্টারটি শেয়ার করেছেন আলিয়া (Alia Bhatt)।
View this post on Instagram
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ‘ব্রহ্মাস্ত্র’র (Brahmāstra) শুটিং শুরু হয়। তবে থেকেই ছবির নানা সিকোয়েন্স শুটিং করে চলেছেন রণবীর (Ranbir Kapoor) এবং আলিয়া (Alia Bhatt)। এই সময়ের মধ্যেই আবার তাঁদের ব্যক্তিগত সম্পর্ক পোক্ত হয়েছে। পাঁচ বছর পর, চলতি বছরের ২৯ মার্চ বারাণসীতে ছবির শুটিং শেষ করেন দুই তারকা। ইতিমধ্যেই দু’জনের বিয়ের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর মানলে, ১৪ ফেব্রুয়ারি আর কে হাউসে গাঁটছড়া বাঁধবেন রণবীর (Ranbir Kapoor) ও আলিয়া (Alia Bhatt) । কেউ কেউ আবার দাবি করছেন, ১৩ তারিখ থেকে দুই তারকার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ১৭ তারিখ সাতপাকে ধরা দেবেন বলিউডের তারকা যুগল। এই বিয়ের খবর নিয়েই এখন সরগরম বি-টাউন। শোনা গিয়েছে, রণবীরের (Ranbir Kapoor) দুই প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোন উপস্থিত থাকবেন বিয়ের আসরে।
Discussion about this post