সুরভিতা রায়: গত রবিবার গড়িয়াহাট ব্র্যান্ডেড স্টুডিও তে অনুষ্ঠিত হল সোহিনীস কালেকশন এর “সোহিনীস ব্রাইড ফেস্ট”।
প্রেজেন্ট বাই আতিফ আলী প্রোডাকশন, অ্যাসোসিয়েটস 24×7 নিউজ বেঙ্গল। প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের হাতের জাদুতে প্রত্যেক মডেল সেজে উঠেছিল এক অনবদ্য লুকে।
কখনো সাবেকি বাঙালি ব্রাইড, আবার কখনো অবাঙালি ব্রাইড, লুকে মডেলরা নজর কেড়েছে দর্শকদের। লাল শাড়ি এবং গোল্ডেন জুয়েলারিতে মেক আপ আর্টিস্ট শিপ্রা একদম অন্যরকম একটি ব্রাইড লুকে সাজিয়ে তুলেছিল মডেল ফুলমণিকে। লাল বেনারসি তে একদম সাবেকি লুকে মডেল টুকাই কে সাজিয়ে তুলেছেন মেকআপ আর্টিস্ট সরস্বতী।
রানী কালারের লেহেঙ্গা আর মেক আপ আর্টিস্ট পুণাম এর হাতের জাদুতে নজর কেড়েছে মডেল বিহু। এছাড়াও লাল শাড়ি সাদা ব্লাউজ – এ পূজাকে সুন্দর একটি ব্রাইড লুকে সাজিয়ে তুলেছে মেকআপ আর্টিস্ট সৌমি।
দেখুন ভিডিও
মেরুন কালারের শাড়ি তে একটি সুন্দর, গর্জিয়াস ব্রাইড লুকে মডেল রিয়া কে সাজিয়ে তুলেছে মেক আপ আর্টিস্ট মনীকা।
পিংক কালারের এবং গোল্ডেন পারের শাড়িতে মনামী কে সাজিয়ে তুলেছে মেক আপ আর্টিস্ট স্বাগতা। রেড লেহেঙ্গা এবং মেকআপ আর্টিস্ট পায়েলের হাতের জাদুতে মডেল উৎসা নজর কারা লুকে সেজে উঠেছিলেন।
রেড এবং সিলভার লেহেঙ্গা তে মেকআপ আর্টিস্ট পায়েলের হাতে অনবদ্য সুন্দর সাজে সেজে উঠেছিল মডেল দেবাসৃতা।
হলুদ লেহেঙ্গায় শ্রাবন্তীকে রিসেপশন ব্রাইড লুকে সাজিয়ে তুলেছিল মেকআপ আর্টিস্ট পৌলমী। অনিয়ন পিংক কালারের বেনারসি তে বাঙালি ব্রাইড লুকে পাপিয়া কে সাজিয়ে তুলেছিল দেবাঞ্জনা। রেড লেহেঙ্গা তে রিসেপশন ব্রাইড লুকে চৈতালি কে সাজিয়ে তুলেছে মনিকা।
সব মিলিয়ে কিছু দারুন ব্রাইড কালেকশন লঞ্চ করল সোহিনীস কর্টিয়োর এর কর্ণধার সোহিনী মন্ডল। বেশ কিছু অনবদ্য রেন্টাল কালেকশনের সঙ্গে থাকছে ক্রয় করার জন্যও সুন্দর সুন্দর আকর্ষণীয় কালেকশন।
থাকছে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন। যা পেতে গেলে যোগাযোগ করতে হবে সোহিনী এর সাথে। অথবা ফলো করতে হবে সোহিনীস কালেকশন এর নিজস্ব ফেসবুক পেজ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post