নিজস্ব প্রতিনিধি : গত বছর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বাংলায় পালিত হয় দেশনায়ক দিবস। দেশ নায়কের জন্মদিন উপলক্ষে কিছুটা গঙ্গাজলেই গঙ্গা পূজা সারলেন স্বনাম ধন্যা গায়িকা ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না চিত্রকর সৌমিতা সাহা। মেঘাচ্ছন্ন দিন, নিম্নচাপের প্রভাবে আকাশের মুখভার। তবুও রবির কিরণেই ঝলমলিয়ে সেজে উঠল ক্যানভাস। তুলির টানে প্রাণ পেল দেশনায়কের ছবি।
আরো পড়ুন আইলা রে নয়া দামান’, এক নতুন ভাবনায় রাজীব প্রোডাকশনস
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সৌমিতার আঁকা সুভাষচন্দ্র বসুর ছবির নেপথ্যে শোনা গেল, শিল্পীর কন্ঠে বন্দেমাতরম। ১৮৯৬ এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম এ এক অনবদ্য সুর দেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৪ সালে গ্ৰামাফোন কম্পানি দ্বারা রেকর্ড করা হয় রবি ঠাকুরের কন্ঠে সেই গান। নেতাজির ছবি যখন একটু একটু করে ফুটে উঠছে ক্যানভাসে তখন নেপথ্যে শোনা যায়, রবি ঠাকুরের সুরে বন্দেমাতরম, সৌমিতার কন্ঠে।
আরো পড়ুন Digha : দিঘা ভ্রমণের বড় আকর্ষণই মাটি!
রবি ঠাকুরের সুরে বন্দেমাতরম আর ক্যানভাসে একটু একটু করে ফুটে উঠছে নেতাজির ছবি। সবমিলিয়ে যেন সত্যি হচ্ছে গঙ্গা জলে গঙ্গা পূজা। সৌমিতা স্বনাম ধন্যা গায়িকা হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না একজন চিত্রকর। সৌমিতার আঁকা সুভাষচন্দ্র বসুর ছবি যেমন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের মন, তেমনই নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে সেই ভিডিও।
Discussion about this post