নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- পেট্রোপণ্য জি এস টি-র আওতায় আনলে মূল্য কমবে। শনিবার এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরো পড়ুন গোয়াতে বিজেপিকে হারিয়ে তৃণমূল সরকার গঠন করবে খড়দার জনসভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, দেশ জুড়ে একশো কোটি ভ্যাকসিনের সাফল্যে শনিবার রাতে কাঁচড়াপাড়া রেল হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সংবর্ধনা দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য সম্পাদিক ফাল্গুনী পাত্র।
আরো পড়ুন আসতে চলেছে নতুন হিন্দি ওয়েব সিরিজ ‘বিপিও’ (BPO)
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পেট্রোপণ্য জি এস টির আওতায় এলেই লিটার পিছু কুড়ি টাকা কমে যাবে। জি এস টি কাউন্সিলে বৈঠকে জি এস টি লাগু করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রস্তাব দিয়েছিল। সেই বৈঠকে বিরোধিতা করে অবিজেপি শাসিত রাজ্যগুলো। সবচেয়ে বেশি বিরোধীতা করেন বাংলার প্রতিনিধি।
Discussion about this post