কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: “মায়ের কথা মাটির গান ললিত কলায় বর্ধমান” শনিবার থেকে শুরু হলো বর্ধমান পৌর উৎসব ২০২২। শনিবার পৌর উৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট কবি অধ্যাপক সুবোধ সরকার।উপস্থিত ছিলেন, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার, উপপৌরপতি মৌসুমী দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,সহকারী সভাধিপতি দেবু টুডু, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ত তা এবং বিশিষ্ট সমাজসেবী আব্দুল রব এবং বর্ধমান পুরসভার এক ঝাঁক কাউন্সিলর।
বর্ধমানবাসির প্রাণের ও ঐতিহ্যবাহী উৎসব বর্ধমান পৌর উৎসব।নাচ,গান ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে বর্ধমান পৌর উৎসবের উদ্বোধন। এদিন বক্তৃতা রাখতে গিয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, শুভ লগ্ন কেন বললাম কারণ এদিন বর্ধমান শহরের ঐতিহ্যবাহী বর্ধমান পৌর উৎসবের শুভ সূচনা হলো। কারণ বর্ধমান পৌর উৎসব গোটা বর্ধমান শহরের আনন্দঘন মুহুর্তের সাক্ষী থাকলাম আমরা। আপামোর বর্ধমান বাসির মধ্যে বর্ধমান পৌর উৎসব সব ঘিরে এক আলাদা আনন্দ উপলব্ধ করা যায়।
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বলেন, আপনারা জানেন করোনা কালে আমরা বর্ধমান পৌর উৎসব করতে পারিনি। কিন্তু এই বর্ধমান পৌর উৎসবের বর্ধমান বাসীর মধ্যে এক আলাদা গুরুত্ব রয়েছে। বর্ধমানে আরো মেলা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু এই পৌর উৎসব গোটা বর্ধমান বাসীর কাছে এক ঐতিহাসিক উৎসব। তাই শনিবার থেকে শুরু করে ২৫শে ডিসেম্বর পর্যন্ত চলবে আমাদের এই বর্ধমান পৌর উৎসব।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post