দেবশ্রী মুখার্জী : আজ পশ্চিম বেড়াবেড়ি এলাকায় ঘুরে ভোট প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আরাত্রিকা ভট্টাচার্য। আগামী ২২ শে জানুয়ারি আসছে বিধানগর পুরসভার ভোট। ভোট প্রচারে সরব হয়েছেন সকল দলের সকল প্রার্থীরা। করোনার তৃতীয় ঢেউ এর বাড় বাড়ন্ত এর কারণে যদিও নির্দেশিকা জারি করা হয়েছে ভোট প্রচারের ক্ষেত্রে আর সেই নির্দেশিকা মেনেই প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।
ইতিমধ্যেই ভোট প্রচারে সরব হয়েছেন ৩ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী আরাত্রিকা ভট্টাচার্য। তিনি কর্মী সভা, দুয়ারে প্রচার ইত্যাদি সকল কিছুর মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে। চালাচ্ছেন ভোট প্রচার । যদিও এর আগে সেখানকার কাউন্সিলর ছিলেন তারই পিতা রাজারহাট নিউটাউন এর বিধায়ক তাপস চ্যাটার্জী মহাশয়। তিনি ওই অঞ্চলের মানুষদের জন্য যা কাজ করে গেছেন তারপরে সেখানকার মানুষ “আরাত্রিকা” কে জানাচ্ছেন তাদের ভোট এবং আশির্বাদ তারই সঙ্গে থাকবে।
আরো পড়ুন Research of Dark Chocolate : ডার্ক চকলেট রহস্যের সন্ধানে
Discussion about this post