সুরশ্রী রায় চৌধুরী: গরু পাচার কাণ্ডে যাবেন বলেও শেষ পর্যন্ত নিজাম প্যালেসে গেলেন না তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। মা উড়ালপুল থেকে গাড়ি ঘুরিয়ে SSKM’এ গেলেন। গরু পাচার কাণ্ডে এই নিয়ে পাঁচ বার তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাকে। এর আগে প্রতিবারই তাঁর আইনজীবীরা জানিয়েছেন শারীরিক অসুস্থতার জন্য হাজিরা দিতে পারেননি তিনি।
আরো পড়ুন নৈহাটি ও বরানগর থেকে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুই দুষ্কৃতী
এবার যদিও বা হাজিরা দেওয়ার জন্য বোলপুর থেকে কলকাতায় এসেছিলেন, শেষ পর্যন্ত গেলেন না নিজাম প্যালসে। তাঁর আইনজীবীরা আজ ফের চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছেন, শারীরিক অসুস্থতার কারণেই আজও CBI কর্তাদের মুখোমুখি বসতে পারবেন না তিনি। হাইপারটেনশন, বুকে ব্যাথা, শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা দেখা দিয়েছে অনুব্রত মণ্ডলের।
আরো পড়ুন অক্ষয় তৃতীয়া উপলক্ষে ক্রশ ফ্যাশান ওয়ার্ল্ডের ফটোশুট
তাঁর ঘনিষ্ঠ লোকজন কিছুক্ষণ আগেই হাসপাতাল চত্বরে তাঁর গাড়ি থেকে মেডিক্যাল রিপোর্ট নিয়ে গিয়েছেন হাসপাতালের ভেতরে। ব্যক্তিগত চিকিৎসক এখনও এসে পৌঁছাননি বলেই খবর। অন্যদিকে তৃণমূল নেতার অসুস্থতার খবর পেয়ে বীরভূমের দুবরাজপুরে পাহাড়েশ্বর শিব মন্দিরে তাঁর সুস্থতা কামনায় যজ্ঞ শুরু করেছেন দলীয় কর্মীরা।
Discussion about this post