সুরশ্রী রায় চৌধুরী: 26 শে মে 2023 কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার শুরু হল। এই মেলার উদ্বোধনে ছিলেন পশ্চিম বঙ্গের নগর উন্নয়ন ও পৌর বিধায়ক মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পরিবহন মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী, এবং পশ্চিম বঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন ফর স্কিল ডেভলপমেন্ট এর চেয়ারপারসন পূর্ণেন্দু বসু। এই মেলার লক্ষ শিক্ষা ও শিল্পের মধ্যে ব্যাবধান দূর করা, অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা যাতে তারা নিজ ক্ষেত্রে সফল হতে পারে।
কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ারের প্রতিষ্ঠাতা দীপক সিনহা রায় তার বক্তব্যে বলেন, “আমরা এডুকেশন ইন্টারফেস 2023 এর আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এখানে শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলাপ, আলোচনার সুযোগ পেয়ে থাকেন। এর মাধ্যমে তারা তাদের শিক্ষাগত ভবিষ্যত সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে সক্ষম হন।” এই অনুষ্ঠানে বহু শিক্ষাবিদও উপস্থিত ছিলেন। বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা পাওয়া যাবে এই মেলার মাধ্যমে,যেখানে পড়ুয়া, অভিভাবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে এক ছাতার নীচে এনে উচ্চশিক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post