নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডের আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালানোর ঘটনায় ধৃত ২। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশীষ মৌর্য সাংবাদিক বৈঠক করে জানান, এই ঘটনায় খড়দার রহড়া থেকে সফি খানকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের মুরারই থেকে গ্রেফতার করা হয়েছে জামশেদ আনসারি। এঁরা দুজনেই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।
খুনে ব্যবহৃত মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিরাও খুব শীঘ্রই ধরা পড়বে। উল্লেখ্য, বুধবার ভরসন্ধেয় ব্যারাকপুর স্টেশনের অদূরে আনন্দপুরীতে সোনার দোকানে গুলি করে হত্যার ঘটনা ঘটেছিল। ডাকাতিতে বাধা পেয়ে দুষ্কৃতীরা এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে নিহত হন সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহ। সেই ঘটনায় নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলিও।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post