নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ব্যারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দাসের বাড়িতে টানা সাত ঘন্টা তল্লাশি চালায় সিবিআই অধিকারিকরা। জয়দীপের বাড়ি-সহ দলীয় কার্যালয়েও তারা তল্লাশি চালায়। তৃণমূল কাউন্সিলর ও তার স্ত্রীর ব্যাঙ্কের লেনদেন এবং দুজনের মোবাইল ফোন খতিয়ে দেখেন তদন্তকারীরা। তল্লাশি চালিয়ে কিছু নথিও সংগ্রহ করে নিয়ে যান সিবিআই অধিকারিকরা।
যদিও তল্লাশির বিষয়ে কিছুই জানাতে চাননি তদন্তকারী অধিকারিকরা। সিবিআই অধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর তৃণমূল কাউন্সিলর জয়দীপ দাস বলেন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে এসেছিলেন সিবিআই অধিকারিকরা। এদিন তারা সকাল ৯-২০ নাগাদ আসেন। তল্লাশি শেষে বিকেল তিনটে নাগাদ তারা বেরিয়ে যান। তবে তিনি তদন্তে সহযোগিতা করেছেন। এদিন নিউ ব্যারাকপুরের জগদীশচন্দ্র রোডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির প্ৰাক্তন আপ্তসহায়ক সুকান্ত আচার্য-র বাড়ি বৈকুণ্ঠে তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকেরা। যদিও সুকান্ত আচার্যকে আগেও তলব করেছিল ইডি।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post