নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- শুক্রুবার ভারতীয় সংবিধানের রূপকার, প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, অষ্পৃষ্যতা বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি ভীম রাও রামজি আম্বেদকরের জন্মদিন। এই দিনের ১৮৯১ সালে জন্মগ্রহন করেছিলেন তিনি। তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন, পূর্ব বর্ধমান জেলার,জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস।
শুক্রুবার ব্লক তৃণমূল পার্টি অফিসে বাবা সাহেবের ছবিতে মাল্যদান করেন ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভুতনাথ মালিক, এস সি ও ওবিসি সেলের ব্লক সভাপতি উত্তম হাজারী। ছিলেন, ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক, লাল্টু পাত্র, হাফিজুর রহমান মল্লিক সহ অন্যান্যরা। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, আমাদের দেশ চলছে যে সংবিধানের ‘বলে’, সেই সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর। এছাড়াও ভারতে সেই সময় যে জাতি ভেদ প্রথা বা অস্পৃশ্যতার গোঁড়ামি ছিল তার বিরুদ্ধে লড়াই করে তাঁদের প্রতিষ্ঠা দিয়ে গেছেন তিনি। তাঁকে সম্মান জানিয়ে নত মস্তকে প্রনাম করি।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post