পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ (অসম) : ত্রিকালদর্শী শ্রীশ্রী লোকনাথ বাবার ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে করিমগঞ্জের মন্দিরগুলোতে লোকনাথ বাবার পূজার আয়োজন করা হয়৷ করোনার জন্য ৩ বছর শুধু নামমাত্র পূজা হয়েছিল, ভক্তের প্রবেশের অনুমতি ছিল না৷ বৃহষ্পতিবার রাত থেকে বৃষ্টি হওয়ায় জলমগ্ন হয়ে পড়েছিল প্রায় গোটা শহর৷
আরো পড়ুন Abhishek Banerjee : অভিষেকের বিদেশ সফরে নজরদারি চালাতে বিদেশ মন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন ইডি-র
তবে পূজোর দিন সকাল আকাশ পরিষ্কার হওয়ায় মন্দিরগুলোতে ভিড় জমতে থাকে৷ দুপুরের বৃষ্টিতে সমস্যায় পড়েন ভক্তরা৷ প্রসাদ গ্রহণে চিন্তায় পড়েন৷ তবে প্রতিকূল এই আবহাওয়ার মধ্যেও ভক্তদের প্রসাদ গ্রহণে দেখা যায়৷ এদিন টাউন কালীবাড়ি, মদনমোহন আখড়ার পূজা মন্ডপ, নেতাজী পল্লীর লোকনাথ মন্দিরে পূজায় ভিড় জমতে দেখা যায়৷ সুভাষ নগর লোকনাথ আশ্রমে সন্ধ্যায় ভক্তিমূলক অনুষ্ঠান হওয়ার খবর পাওয়া গেছে৷
Discussion about this post